ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় বিএনপির আরো ১৩ নেতাকর্মী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১০-৩১ ১৫:৩০:০৪

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় বিএনপির আরো ১৩জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

 গত ২৯শে অক্টোবর রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল ৩০শে অক্টোবর দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে। 

 গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার এস এম সেলিম(৪০), সদর উপজেলার মহাদেবপুর গ্রামের বাদশা মন্ডল(৪৮), বক্তারপুর গ্রামের আব্দুর রাজ্জাক(৪০), পাংশা উপজেলার চরঝিকড়ী পশ্চিম পাড়ার হালিম খাঁ(৫৫), সাজুরিয়া গ্রামের বকুল মন্ডল(৫৫), কুটিমালিয়াট গ্রামের মোঃ আব্দুল্লাহ্(৫০), বালিয়াকান্দি উপজেলার বিলটাকাপোড়া গ্রামের আব্দুর রহিম(৫৩), তুহিনুর রহমান(৩২), গোয়ালন্দ উপজেলার আইনুদ্দিন বেপারী পাড়ার শহিদুল ইসলাম(৩৮), কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর আলম(৪৩), আজাদ বিশ্বাস(৪০), মোহনপুর গ্রামের হাসেম আলী শেখ(২৮) ও মাহেন্দ্রপুর গ্রামের তৈয়ব আলী খাঁ(৪৩)।

 পুলিশ জানায়, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ২রা সেপ্টেম্বর দুপুরে শহরের সজ্জনকান্দা এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসা থেকে মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের পান্না চত্বর ঘুরে পুনরায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসায় ফিরছিল। এ সময় কোর্ট চত্ত্বর মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় নেতাকর্মীরা। এতে ৭জন পুলিশ সদস্য আহত হয়।

 এ ঘটনায় ওইদিন রাতে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে ১১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ হাজার ২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

 মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ কামরুল হাসান জানান, গত ২৯শে অক্টোবর রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার ১৩জন আসামীকে গ্রেপ্তার করা হয়। গতকাল ৩০শে অক্টোবর দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ