ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজবাড়ীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিবাদ সমাবেশ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-১০-৩১ ১৫:৩০:৪৭

বিএনপি-জামায়াতের সারাদেশে হত্যা, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনার প্রতিবাদে রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশ করেছে আইনজীবীরা।

 গত ৩০শে অক্টোবর সকালে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জেলা বার এসোসিয়েশেনের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক এডঃ আবু বক্কর মিয়া সভাপতিত্বে ও এডঃ আশরাফুল ইসলাম আশার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ মোঃ রফিকুল ইসলাম, জেলা বারের সহ-সভাপতি এডঃ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডঃ সফিকুল হোসেন, রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডঃ মোঃ উজির আলী শেখ, রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন ও জেলা বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মোঃ শফিকুল আজম মামুন বক্তব্য রাখেন।

 এ সময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আওয়ামী ফোরামের সকল আইনজীবীরা উপস্থিত ছিলেন।

 প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা নজির সৃষ্টি করেছে। বাংলাদেশের ইতিহাসে এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এটি স্বাধীন বিচার বিভাগের ওপর হামলা। বাংলাদেশকে বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা একটি অকার্যকর রাষ্ট্র তৈরি করতে চায়। বাংলাদেশ বিরোধী যেকোন কর্মকান্ড প্রতিরোধে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ রাজপথে থেকে মোকাবেলা করবে।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ