ঢাকা মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
আজ থেকে চলবে ‘সুন্দরবন এক্সপ্রেস ও ‘বেনাপোল এক্সপ্রেস’
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১০-৩১ ১৬:২৯:১৬

রেলপথ মন্ত্রণালয় ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেনের ভাড়া ১১৫ টাকা কমিয়েছে।

 এর আগে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত চালু হওয়া আন্তঃনগর ট্রেনের(নন-এসি) ভাড়া ছিল ৩৫০ টাকা। তা কমিয়ে এখন ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে এই রুটে ট্রেন-ভাড়া কমল ১১৫ টাকা।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ই অক্টোবর ঢাকা-ভাঙ্গা পথে রেল চলাচল উদ্বোধন করেন। তবে নিয়মিত যাত্রী নিয়ে ট্রেন চলাচল এখনো শুরু হয়নি। 

 আজ ১লা নভেম্বর থেকে যাত্রীসহ ট্রেন চলাচল শুরু হবে। শুরুতে চলবে দু’টি ট্রেন-‘সুন্দরবন এক্সপ্রেস ও ‘বেনাপোল এক্সপ্রেস’। এর মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া ও যশোর হয়ে খুলনায় যাবে। অন্যটি একই পথ ধরে যাবে বেনাপোল পর্যন্ত। নভেম্বরের শেষ দিকে ট্রেন আরও বাড়বে বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন।

 রেলওয়ের মহাপরিচালক মোঃ কামরুল আহসান সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, যাত্রীদের সুবিধার জন্য ভাড়া কমানো হয়েছে।

বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের কমিটি পুনর্গঠন
চার দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য মমতাজ কারাগারে
সারাদেশের আদালতে হেল্পলাইন চালুর নির্দেশ
সর্বশেষ সংবাদ