ঢাকা সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫
চীফ লিগ্যাল এইড অফিসারের পদ সৃষ্টি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৯-১৯ ১৫:০৪:৪৯

জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে চিফ লিগ্যাল এইড অফিসারের পদ সৃষ্টি করা হয়েছে।
 গত ১৫ই সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করে। 
 সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সরকার সকল জেলায় আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ (২০০০ সনের ৬নং আইন) এর ২১ গ ধারা ১৮ই সেপ্টেম্বর থেকে কার্যকর করেছে।
 প্রজ্ঞাপনে বলা হয়, ২১ গ ধারা অনুযায়ী ‘পক্ষগণের স্বাক্ষর ও মধ্যস্থতাকারীর স্বাক্ষরক্রমে সম্পাদিত এবং চিফ লিগ্যাল এইড অফিসার কর্তৃক প্রত্যায়িত প্রতিটি মধ্যস্থতা চুক্তি চূড়ান্ত, বলবৎযোগ্য এবং পক্ষগণের উপর বাধ্যকর হবে’।
 এমতাবস্থায়, সকল জেলায় ২১ গ ধারা কার্যকর হওয়ায়, আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর ধারা ২১ ক উপ-ধারা (১ক) এর ক্ষমতাবলে চিফ লিগ্যাল এইড অফিসার পদায়ন না হওয়া পর্যন্ত লিগ্যাল এইড অফিসার/লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত)কে আইনের বিধানমতে চীফ লিগ্যাল এইড অফিসারের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

চীফ লিগ্যাল এইড অফিসারের পদ সৃষ্টি
রাজবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল অভ্যর্থনা
রাজবাড়ীতে পথ শিশু আশ্রয় কেন্দ্র-এর জেলা কমিটি গঠন
সর্বশেষ সংবাদ