বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ২০শে সেপ্টেম্বর শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক ও শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি গাজী আহসান হাবীব বক্তব্য রাখেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ ময়নুল ইসলাম ও বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সদস্য শেখ আব্দুর রউফ হিটুর সঞ্চালনায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম শেখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে আব্দুস সালাম মঞ্জুকে সভাপতি, ময়নুল ইসলাম বকুলকে সাধারণ সম্পাদক ও আঃ হালিমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।