আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ীতে পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে গতকাল ২০শে সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু বক্তব্য রাখেন।
রাজবাড়ী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ আসলাম মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মজিবুর রহমান শেখ ও রাজবাড়ী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব মুন্সি বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব আবু তালেব, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেশ চক্রবর্তী দোদো, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, খানখানাপুর ইউনিয়ন পূজা কমিটির সভাপতি কার্তিক কুন্ডু, ধুনচি পূর্বপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি শ্রীকান্ত কুমার বিশ্বাস ও বিবেকানন্দ পল্লী মন্দিরের আহ্বায়ক রতন কুমার দাস বক্তব্য রাখেন।
এ সময় সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম গণি, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী মিয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব শাহিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়েক আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জহির রাজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলন খান, পৌর বিএনপির সদস্য কাজী আরাফাত হোসেন জিসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ আসলাম মিয়া বলেন, কয়েকদিন আগে গোয়ালন্দের নুুরাল পাগলের লাশ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এর ফলে সনাতন ধর্মাবলম্বী ভাইদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে কারণ সামনে তাদের পূজা। তবে আমরা হিন্দু ভাইদের অভয় দিতে চাই বিএনপি আপনাদের পাশে আছে, আপনারা ভয় পাবেননা।
এডঃ আসলাম মিয়া বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি দল। বর্তমানে হিন্দু ভাইদের সবচেয়ে আস্থার স্থল জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির হাতেই হিন্দু ভাইরা সবচেয়ে নিরাপদ। যদি সৃষ্টিকর্তা আমাদের রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমরা সেটা বাস্তবে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, হিন্দু ভাইদের যতদিন পর্যন্ত পূজা শেষ না হবে ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের নিরাপত্তা আমরা দিব। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আপনাদের নিরাপত্তা দিবে। প্রত্যেকটি পূজা মন্ডপে আমরা থাকবো। আমরা আপনাদের সাথে থেকে উৎসব ভাগাভাগি করে নিব। হিন্দু মুসলিম কোন ভেদাভেদ থাকবে না।
তিনি বলেন, দীর্ঘ বছর ধরে আমি রাজবাড়ী ও গোয়ালন্দবাসীকে সেবা করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। যদি আমার দল ও আমার সৃষ্টিকর্তা আমাকে ধানের শীষের নির্বাচন করার সুযোগ করে দেয় আমি আপনাদের সেবা করবো কথা দিচ্ছি। আমি নির্বাচিত হলে ক্ষুদামুক্ত, দারিদ্র্যমুক্ত ও সন্ত্রাস মুক্ত একটা সমাজ উপহার দিব ইনশাআল্লাহ। একটা উন্নত ও মানবিক রাজবাড়ী উপহার দিব আপনাদের।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন সারা বাংলাদশের হিন্দু ভাইয়েরা যাতে তাদের উৎসব শান্তিপূর্ণভাবে করতে পারে এর জন্য আমাদের ওপর দায়িত্ব দিয়েছেন। আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইদের বলতে চাই জেলা বিএনপি আপনাদের পাশে রয়েছে।