আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার গতকাল ২০শে সেপ্টেম্বর রাতে রাজবাড়ী শহরের লক্ষèীকোল ও রাঁধাগোবিন্দ হরিজন মন্দিরসহ বেশ কয়েকটি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী, সহকারী কমিশনার মিজানুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক কুমার সরকারসহ পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক উৎসবমুখর পরিবেশে নিশ্চিন্তে শারদীয় দুর্গাপূজা পালনে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।