রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টারের তালা ভেঙ্গে গতকাল ২০শে সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টার দিকে দিবালোকে চুরির ঘটনা ঘটেছে।
মাঝে মধ্যেই হাসপাতালে ক্যাম্পাসে এ ধরনের চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
হাসপাতালের ফার্মাসিস্ট মোঃ ওয়ালিউল্লাহ জানান, গতকাল ২০শে সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালের আবাসিক ভবনের দ্বিতীয় তলায় তার কক্ষের তালা আটকিয়ে হাসপাতালে যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে হৈ-চৈয়ের শব্দ শুনে কোয়ার্টারের দিকে এগিয়ে যান। সেখানে জানতে পারেন, তার কক্ষের তালার হ্যাজ ভোল্ট কেটে ভেতরে গিয়ে কক্ষের সবকিছু তছনছ করেছে ২জন দুর্বৃত্ত। তারা তার কক্ষ হতে একটি মোবাইল ফোন এবং ৫হাজার টাকার প্রাইজবন্ড হাতিয়ে নেয়। একই সময় ওই দুই যুবক তার সহকর্মী অমিত হাসানের কক্ষের তালার হ্যাজভোল্ট কাটতে থাকে। এ সময় পাশের কোয়ার্টারের এক ভাবী দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে ওই ২জন দুর্বৃত্ত পালিয়ে যায়। বিষয়টি প্রাথমিকভাবে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার এস আই মোঃ শিহাব উদ্দিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
৩/ঈ নিউজ হবে(শেষ পাতায় ৬নং ছবিসহ বক্স হবে)
গোয়ালন্দে পূজা উদযাপন কমিটির সাথে বিএনপি নেতা আসলাম মিয়ার মতবিনিময়
॥মইনুল হক মৃধা॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ও পৌরসভার মধ্যে ২৫টি পূজা উদযাপন কমিটি এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে গতকাল ২০শে সেপ্টেম্বর বিকেলে মতবিনিময় সভা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ আসলাম মিয়া।
গোয়ালন্দ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু।
উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন ও পৌর বিএনপি’র সহসভাপতি জিয়াউল হুদা উজ্জলের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ আহম্মেদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা।
অন্যান্যের মধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধন কুমার সাহা ও সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র ঘোষ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সানোয়ার আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডলসহ বিভিন্ন মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসলাম মিয়া বলেন, এ বছর আপনারা বিনা শঙ্কায় পূজা উদযাপন করবেন। যে কোন ধরনের সমস্যায় বিএনপি নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে, থাকবে।
তিনি আরও বলেন, হিন্দু ভাইদের একমাত্র নিরাপদ আশ্রয় হবে বিএনপি। তাই আপনাদের কোন ভয়ভীতি নেই।
পূজায় উপজেলা ও পৌরসভার মধ্যে ২৫টি পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের কাছে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আসলাম মিয়া আর্থিক সহযোগিতা প্রদান করবেন।