ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১১-০৪ ১৬:১৭:০৯

বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা, এই প্রতিপাদ্যকে তুলে ধরে রাজবাড়ীতে জাতীয় সংবিধান দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 গতকাল ৪ঠা নভেম্বর সকাল সাড়ে ৯টায় রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেটের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেন, জেলা আনসার ও ভিডিপি’র কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, সিভিল সার্জন প্রতিনিধি রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শিবরাজ চৌধুরী বক্তব্য রাখেন।

 এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর(রাজস্ব শাখা) মোঃ খায়রুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আজমীর হোসেন, সদর উপজেলার নির্বাহী অফিসার শোভন রাংসা, জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার সহকারী কমিশনার মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ