ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ীর শহীদ ওহাবপুরে বর্তমান সরকারের সকল উপকার ভোগীদের নিয়ে মতবিনিময় সভা
  • মাহফুজুর রহমান/রফিকুল ইসলাম
  • ২০২৩-১১-০৭ ১৫:২৪:০৪

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল ৭ই নভেম্বর বিকালে ইউনিয়নের রূপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ‘বর্তমান সরকারের সকল উপকার ভোগীদের’ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  
 মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ কাজী কেরামত আলী বক্তব্য রাখেন। 
 শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভুইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আকবর আলী মর্জি, সহ-সভাপতি হেদায়েত আলী সোরহাব, রাজবাড়ী পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আজম আলী মন্ডল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জেলা যুব মহিলালীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান চৌধুরী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
 মতবিনিময় সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে যতটা ভালোবাসেন ও সাধারণ মানুষের জন্য চিন্তা করেন, বিগত দিনের সরকার বেগম খালেদা জিয়া চিন্তা করেনি। বর্তমান সরকার এদেশের বয়স্ক, বিধবা, মাতৃকালীন, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ভাতার ব্যবস্থাসহ গৃহহীনদের মাঝে জমি ও ঘর উপহার দিয়েছেন। উন্নত দেশে ভাতা দেয়ার ব্যবস্থা ছিলো, আমাদের এ দেশে ভাতার ব্যবস্থা ছিলো না, সে ব্যবস্থা বর্তমান শেখ হাসিনা সরকার করেছেন। আগামীতে এ ভাতা ব্যবস্থা থাকবে কী থাকবে না, সেটা নির্ভর করে আপনাদের উপর। আপনারা যদি নৌকার সাথে বেইমানি না করেন, শেখ হাসিনাকে ভালোবাসেন, তাহলে নৌকায় ভোট দিবেন। শেখ হাসিনা পুনরায় এদেশের প্রধানমন্ত্রী হলে আগামীতে আপনাদের ভাতা দ্বিগুন হবে। এদেশকে যদি উন্নয়নের শিখড়ে পৌছে দিতে চান ও আপনারা যদি ভালো থাকতে চান তাহলে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা এ দেশকে যতটা ভালোবাসেন, সেটা অন্য কারো নেই। বাংলাদেশ ছিলো অনুন্নত দেশ, সেটাকে উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন। আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। 
 মতবিনিময় সভায় শহীদওহাবপুর ইউনিয়নের ৪ সহস্রাধিক বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃকালীন ভাতা, হতদরিদ্রদের খাদ্য বান্ধব কর্মসূচি, ১৫টাকা কেজি চাউল, ভিজিডি ও টিসিবিসহ অন্যান্য সকল উপকার ভোগীরা অংশগ্রহণ করেন।

 

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ