ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রামকান্তপুর ইউনিয়নে সরকারী উপকার ভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মাহফুজুর রহমান
  • ২০২৩-১১-০৯ ১৬:৩১:৩৩

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে ইউনিয়নে গতকাল ৯ই নভেম্বর বিকালে মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ‘বর্তমান সরকার কর্তৃক বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃকালীন ভাতা, টিসিবি, খাদ্য বান্ধব কর্মসূচির ৪হাজার উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ কাজী কেরামত আলী বক্তব্য রাখেন। 
 রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিব মোল্লা বাবু সভাপতিত্বে আয়োজিত বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোরহাব, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী আসাদ, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল্লাহ-আল-মামুন আরজু, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মোল্লা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বক্তব্য রাখেন। 
 প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, বিবেকের দায়িত্ব আপনাদের উপর। আওয়ামী লীগ মিথ্যাচার, ধোকাবাজি করে না। বিএনপি’র ধোকাবাজির জালে পড়বেন না। বিগত দিনে যারা প্রধানমন্ত্রী ছিলেন, তারা কিন্তু এ দেশেকে এতো ভালোবাসেনি। আজকে আপনারা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসার প্রতিচ্ছবি। পুনরায় প্রধানমন্ত্রী বানান, প্রতিটি ভাতা দ্বিগুন হবে। বর্তমান সরকারের উন্নয়নে শহর আর গ্রামের মধ্যে কোন পার্থক্য নেই। প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রতিটি সড়ক পাকাকরণ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং তৈরি করা হয়েছে। বেকারত্ব দূরীকরণে শেখ হাসিনা সরকার যুব উন্নয়ন অধিদপ্তর, কারিগরি শিক্ষাসহ নানামূখী ব্যবস্থা বাস্তবায়ন করেছেন। আগামী দিনে এদেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে বর্তমান সরকার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিকল্প নেই। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে পুনরায় সরকার গঠনে আমাদের তৃণমূলের নেতাকর্মীদের কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ