ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
‘রাজবাড়ী জেলার কবি ও কবিতা’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব আজ
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১১-১০ ১৫:৪৯:৪৪

রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ ১১ই নভেম্বর সকাল সাড়ে ৯টার সময় সরদার জাহাঙ্গীর আলম বাবলু সম্পাদিত ‘রাজবাড়ী জেলার কবি ও কবিতা’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।

 প্রকাশনা উৎসব উদযাপন কমিটির আহবায়ক কবি সালাম তাসির জানান, প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে বাংলা একাডেমীর মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক গুণীজন অনুষ্ঠানের উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

 জানা যায়, সরদার জাহাঙ্গীর আলম বাবলু গত কয়েক মাস ধরে জেলা-উপজেলায় ঘুরে কাব্যগ্রন্থের জন্য লেখা সংগ্রহ করেন। ‘রাজবাড়ী জেলার কবি ও কবিতা’ তার প্রথম সম্পাদিত কাব্যগ্রন্থ।

 রাজবাড়ী জেলায় জন্ম ও বসবাসকারী নবীন প্রবীণ এবং প্রয়াত সর্বমোট ১৭০জন লেখকের সংক্ষিপ্ত জীবনীসহ স্বরচিত কবিতায় সমৃদ্ধ কাব্যগ্রন্থের জাকজমকপূর্ণ প্রকাশনা উৎসবে লেখক লেখিকাদের মিলন মেলা হবে বলে আশা প্রকাশ করছেন ‘রাজবাড়ী জেলার কবি ও কবিতা’ কাব্যগ্রন্থের সম্পাদক সরদার জাহাঙ্গীর আলম বাবলু।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ