আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে রাজবাড়ী জেলার ২টি আসনে গতকাল ২১শে নভেম্বর পর্যন্ত মোট ১৫জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। তাদের ভাগ্যে আগামী শুক্রবার নির্ধারণ হতে পারে বলে জানা গেছে।
দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনে ৮জন এবং রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) আসনে ৭জন রয়েছেন।
ইতিমধ্যে নৌকা প্রতীক প্রত্যাশীরা রাজধানী ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে এবং গত ২০শে নভেম্বর ও গতকাল ২১শে নভেম্বর জমা দিয়েছেন। এরমধ্যে শুধুমাত্র জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী অনলাইন জমা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশীদের অকেকেই ঢাকায় অবস্থান করে জোর লবিং ও তদবীর চালাচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আকবর আলী মর্জি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, সহ-সভাপতি মহম্মদ আলী চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাজবাড়ী-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) এর সাবেক সভাপতি ডাঃ এম ইকবাল আর্সলান, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক ডেপুটি এর্টনি জেনারেল ফরহাদ আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. শেখ মহঃ রেজাউল ইসলাম ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতেই বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল ২৩শে নভেম্বর ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ সভা শুরু হবে। সভায় ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে। সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের এবং তারপর অন্যান্য বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে।