ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
এডিস মশা নিধনে রাজবাড়ী শহরে পৌরসভার ঔষুধ স্প্রে
  • সুজন বিষ্ণু
  • ২০২৩-১১-২২ ১৬:০০:২৭

ডেঙ্গু মশা নিধন ও প্রতিরোধে রাজবাড়ী পৌরসভার উদ্যোগে গতকাল ২২শে নভেম্বর বিকালে শহরের বড় বাজারসহ বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে ওষুধ স্প্রে করা হয়েছে। 

 গতকাল বুধবার বিকালে রাজবাড়ী শহরের রেলগেট থেকে শুরু করে রাজবাড়ী বড় বাজারের আড়ৎপট্টি, মাছ বাজার, মুরগি বাজার, সবজি বাজার, চাউল বাজারসহ বিভিন্ন স্থানে এডিস মশা নিধনে ২টি ফগার মেশিন দিয়ে ঔষুধ স্প্রে করে পৌরসভার কর্মীরা।

 রাজবাড়ী পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার ওহিদুজ্জামান সুমন বলেন, আমরা ২টি ফগার মেশিন দিয়ে রেলগেট থেকে শুরু করে বাজারের বিভিন্ন স্থানে ঔষুধ স্প্রে করছি। এভাবে নিয়মিত পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ঔষুধ স্প্রে করে যাচ্ছি। এডিস মশা নিধনে আমাদের ঔষুধ স্প্রে অব্যাহত থাকবে।

 রাজবাড়ী পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে নিয়মিত ঔষুধ স্প্রে করা হচ্ছে। এডিস মশা প্রজজন বৃদ্ধি না পায় সে লক্ষ্যে সকলকে নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।  

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ