ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৩-১১-২২ ১৬:০১:৪৫

আগামী ৯-১৪ই ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ীতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

 “নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গিকার” শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২২শে নভেম্বর সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

 জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহার সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আলিফ নূর, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহ্ নেওয়াজ, ডাঃ এ.এইচ মুহাম্মাদুল্লাহ বক্তব্য রাখেন।

 এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, এনজিও প্রতিনিধিগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

 সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সারা দেশের ন্যায় রাজবাড়ীতে আগামী ৯-১৪ই ডিসেম্বর সপ্তাহ ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। যার মাধ্যমে বিভিন্ন বয়সী নারীদের পরিবার-পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয়সহ স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। আমি আশা করি জেলাবাসী সকল নারীগণ বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই সেবা সপ্তাহে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় জানার ক্ষেত্রে বিশেষ ভাবে উপকৃত হবে। পূর্বে থেকে আমাদের দেশের নারীরা সামাজে পুরুষের তুলনায় অবহেলিত। যার কারণে অনেক পরিবারে এখনও ছেলেদের তুলনায় মেয়েরা সকল ক্ষেত্রেই অবহেলা ও বঞ্চনার স্বীকার হয়। তবে বর্তমান প্রেক্ষপটে সরকারের বিভিন্ন ধরনের উদ্যোগ ও নারীদের সমান অধিকার প্রতিষ্ঠার ফলে এই অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। আজকে নারীরা সরকারের পরিবার-পরিকল্পনা বিভাগের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যগত সুবিধা পাচ্ছে। আবার নারীরা বাল্যবিবাহ বা স্বাস্থ্যগত ভাবে ফিট না হয়ে বিয়ে করলে কি কি অসুবিধা হয় সে সম্পর্কেও সচেতন হচ্ছে। তবে আমাদের সকলেরই যার যার জায়গা থেকে নারীদের স্বাস্থ্যগত কোন ধরনের সরকারী সেবা বিনামূল্যে কোন প্রতিষ্ঠানে প্রদানসহ করা হয় সে সম্পর্কে আরো বেশী প্রচার করলে সকলে উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন। 

 বক্তব্য শেষে পরবিার কল্যাণ সহকর্মী হিসেবে ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকারী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত পরবিার কল্যাণ সহকর্মী বাশ্বতী বিশ্বাসকে জেলা প্রশাসকসহ অতিথিগণ সার্টিফিকেট প্রদান করেন।

 উল্লেখ্য, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা আগে জেলা পরিবার পরিকল্পনা কমিটি ও কিশোরকালীন স্বাস্থ্যসেবা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ