আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ডি এম মজিবর রহমান রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
গতকাল ২২শে নভেম্বর তিনি রাজধনী ঢাকার ৩৩ তোপখানা রোড়ের মেহেরব প্লাজার ১৬ তলায় তৃণমূল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে তার মনোনয়ন ফরম জমা দেন। এর আগে তিনি তৃণমূল বিএনপি’র সদস্য হওয়ার জন্য সদস্যভূক্তির আবেদনপত্র জমা দেন।
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কৃতি সন্তান ও রাজবাড়ী শহরের কাজীকান্দা এলাকার বাসিন্দা প্রকৌঃ ডি এম মজিবর রহমান দেওয়ান চাকুরী থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে তিনি ঢাকায় ব্যবসা শুরু করে এখন সুপ্রতিষ্ঠিত শিল্পপতি ও ব্যবসায়ী। তার বর্তমান রয়স ৬৬ বছর।
জানা গেছে, প্রকৌশলী ডি এম মজিবর রহমান কর্মজীবনে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের(বিপিডিবি) অধীনে আবাসিক প্রকৌশলী পদে ২৭ বছর চাকুরী করে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।অবসর গ্রহণের পর তিনি সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিটেড (এসইবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক, মনপুরা, ভোলা ও শরীয়তপুরে ৩টি সোলার মিনি-গ্রিডের উদ্যোক্তা। যা মনপুরা এসএমজি বিশ^ ব্যাংক কর্তৃক ‘ওয়াল্ড মডেল’ ঘোষিত। এছাড়া তিনি এসইবিএল ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেড এর চেয়ারম্যান, এসইবিএল প্রোপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান, ন্যাশনাল প্র্যাকইটিক্যাল ট্রেনিং প্রোগ্রাম লিমিটেড এর চেয়ারম্যান। এছাড়া সোলার মিনিগ্রিড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এসএমবি) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আইডিইবি ইনডাস্ট্রিয়াল এন্ড এন্টারপ্রেনার্স ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান, বাংলাদেশ সোলার এন্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়শন(বিএসআরইএ) এর কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ) এর সদস্য, পদ্মা ইকোনমিক জোন এর প্রস্তাবক ও উদ্যোক্তা, এসএমই ও আইডিইবি এনডডাস্ট্রিয়াল এন্ড এন্টারপ্রেনার্স ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন(আইডিয়া)-এর জয়েন্ট কোলাবরেশন, স্টাডি এন্ড রিসোর্স সেল অব আইডিইবি এর গবেষক হিসেবে নিযুক্ত রয়েছেন।
পেশাগত ও ব্যবসায়িক জীবনে প্রকৌশলী ডি এম মজিবর রহমান গ্রীণ লিডারস বাংলাদেশ-২০২২ এওয়ার্ড, গ্রীন টেক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পদক, এসডিজি এওয়ার্ড, মালয়শিয়ার ইউনিভার্সিটি অব মালায় কর্তৃক এসডিজি পদকে ভূষিত হয়েছেন।
এ বিষয়ে প্রকৌশলী ডি এম মজিবর রহমান বলেন, দেশের দীর্ঘ মেয়াদী রাজনৈতিক দুর্দশা লাঘবে পরিবর্তনশীল নতুন চেতনায় নতুন চিন্তায় দেশের যুব সমাজের নতুন বিষয়ে রাজনৈতিক ধারণা সৃষ্টির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ সৃষ্টি করার লক্ষ্যে তিনি রাজবাড়ী-১ আসন থেকে তৃণমূল বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন।