ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
চর হরিণাডাঙ্গা বাজারে খাদ্য বান্ধব কার্ডধারীদের মাঝে পুষ্টি চাল বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১১-২৪ ১৫:১২:৫০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপির চর হরিণাডাঙ্গা বাজারে ডিলার মোঃ মজিবর রহমানের দোকানে গত ২২ ও ২৩শে নভেম্বর দু’দিনে ৫৭৯ জন খাদ্য বান্ধব কার্ডধারীর মাঝে নির্ধারিত কেজি প্রতি ১৫ টাকা দরে ৩০ কেজি করে পুষ্টিচাল বিতরণ করা হয়েছে।

 জানা যায়, পাংশা উপজেলায় খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির সরকার নির্ধারিত মূল্যে খাদ্য বান্ধব কার্ডধারীদের মাঝে খাদ্যশস্য বিতরণে ১০টি ইউনিয়নে ৩৩টি বিক্রয় কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এবারে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডধারীর মাঝে পুষ্টিচাল বিতরণ করা হচ্ছে।

 ডিলার মোঃ মজিবর রহমান বলেন, তার অধীনে ৫৮০জন সুবিধাভোগী ছিল। অনলাইনে বাছাইয়ে ১জনের কার্ড বাতিল হয়েছে। গত ২২ ও ২৩শে নভেম্বর দু’দিনে ৫৭৯ জন খাদ্য বান্ধব কার্ডধারীর মাঝে নির্ধারিত কেজি প্রতি ১৫ টাকা দরে ৩০ কেজি করে পুষ্টিচাল বিতরণ করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেন তিনি।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ