ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে ১২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ঋণ বিতরণ
  • শহীদুল ইসলাম হিরণ
  • ২০২৩-১১-২৪ ১৫:২০:২৫

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখার উদ্যোগে বালিয়াকান্দি উপজেলা অডিটরিয়ামে গতকাল ২৪শে নভেম্বর সকালে ৪% রেয়াতি মুনাফায় ১২০ জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। 

 আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখা ব্যবস্থাপক মোহাঃ ইমরান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রান্তিক কৃষকদের হাতে ঋণ তুলে দেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবেদ আহাম্মদ খান।  

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান মোঃ মনজুর হাসান, বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ব্যাংকের রাজবাড়ী শাখার প্যানেল ল’ইয়ার ও সিনিয়র আইনজীবী এডঃ মোস্তফা কবির, খুলনা জোনাল অফিসের অফিসার মোঃ আবরার হোসেন, এছাড়া রাজবাড়ী শাখার পিও শেখ রবিউল ইসলাম, এসিও মোঃ হাবিবুর রহমান, অফিসার মোঃ মাসুম বিল্লাহ, ক্যাশ অফিসার মোঃ আবুল খায়ের মারুফ হোসেন, সোহেল রানা, মোঃ রাকিবুল হাসান, আমিনুল ইসলাম ও জয়দেবসহ বিভিন্ন আউটলেট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 এ সময় প্রান্তিক ১২০ জন কৃষকের মাঝে ৯৭ লক্ষ ৮৫ হাজার টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়। 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ