আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণে গতকাল ২৫শে নভেম্বর বিকালে পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে হাসপাতালের অদূরে ডায়াবেটিস সেন্টার মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোন্দকার মাহমুদুর রহমান মিনানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মাস্টারের উপস্থাপনায় উঠান বৈঠকে পাংশা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস সাগর, রাজবাড়ী জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ও মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন, পাংশা পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর জেসমিন আক্তার ও সাবেক কাউন্সিলর রাশিদা ইয়াসমিন প্রমূখ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল তরু পোদ্দার, স্থানীয় আওয়ামী লীগ নেতা হবিবর রহমান হবি, জালাল উদ্দিন ভেন্ডার, আব্দুর রাজ্জাক, শাজাহান সিরাজসহ ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোন্দকার মাহমুদুর রহমান মিনান বলেন, এর আগে গত ২৪শে নভেম্বর ৪নং ওয়ার্ডের দত্তপাড়ায় ও ২০শে নভেম্বর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সার্বিক দিক নির্দেশনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।