ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
রাজবাড়ীতে বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১১-২৫ ১৪:৪৬:৩৬

দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল ২৫শে নভেম্বর সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর ২য় তলায় বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে। 

 আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।

 রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইফতেখারুল আলম প্রধান, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তারক পাল ও নেহাল আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ কবির হোসেন।

 এ সময় দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার চীফ রিপোর্টার ও দৈনিক খবরের জেলা প্রতিনিধি আহসাবুল ইয়ামিন রয়েন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, যমুনা টিভির প্রতিনিধি রুবেলুর রহমান, দৈনিক আমাদের সময় পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি সোহেল রানা, বিটিভি’র প্রতিনিধি বিপুল আহমেদ, জনতার মেইল এর সম্পাদক এস এম রিয়াজুল করিম, অনলাইন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর সৌরভস অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 
পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ