ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
পাংশার কাঞ্চনপুর সরকারী প্রাথমিক স্কুলে বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১১-২৬ ১৩:৫৪:৫১

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলজিইডির তত্ত্বাবধানে বাউন্ডারী ওয়াল নির্মাণে গতকাল ২৬শে নভেম্বর সকালে বেজ ঢালাই শুরু হয়েছে।

 জানা যায়, এলজিইডির অধীনে কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩শ’ ফুট দৈর্ঘ্য এবং ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চ বাউন্ডারী ওয়াল এবং ১টি গেট নির্মাণে প্রায় ১৩ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান সারওয়ার ট্রেডার্স প্রকল্পের নির্মাণ কাজ করছে।

 গতকাল রবিবার সকাল ৯টার দিকে বাউন্ডারী ওয়াল নির্মাণে বেজ ঢালাই শুরু হয়। এ সময় এলজিইডির সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাইদুল ইসলামসহ দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 স্থানীয়রা জানায়, ১৯৮৯ সালে কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। রাস্তার পাশে বিদ্যালয়টিতে বাউন্ডারী ওয়াল খুবই প্রয়োজন বলে তারা জানায়।

 
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ