রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির যশাই বাজারে ডিলার আশরাফুল ইসলামের দোকানে গতকাল ২৬শে নভেম্বর খাদ্য বান্ধব কার্ডধারীর মাঝে নির্ধারিত কেজি প্রতি ১৫ টাকা দরে ৩০ কেজি করে পুষ্টি চাল বিতরণ করা হয়েছে।
জানা যায়, পাংশা উপজেলায় খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির সরকার নির্ধারিত মূল্যে কার্ডধারীদের মাঝে খাদ্যশস্য বিতরণে ১০টি ইউনিয়নে ৩৩জন ডিলার নিয়োগ করা হয়েছে। বর্তমানে নভেম্বর মাসের চাল বিতরণ কার্যক্রম চলছে।
গতকাল ২৬শে নভেম্বর দুপুরে সরেজমিন ডিলার আশরাফুল ইসলাম জানান, তার অধীনে ৫১৬টি কার্ড রয়েছে। ৩০ কেজি বস্তার মোটা চালের মধ্যে সামান্য কিছু পরিমাণ পুষ্টি চাল রয়েছে।
পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শাহনেওয়াজ বলেন, নিয়ম মোতাবেক মিলে ৩০ কেজি চালের মধ্যে ৩৩০ গ্রাম পুষ্টি চাল মিশ্রণ করা হয়েছে। খাদ্য বান্ধব কার্ডধারীদের মাঝে পুষ্টি চাল বিতরণ কার্যক্রম মনিটরিং করা হচ্ছে বলে জানান তিনি।