ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
শহীদ ওহাবপুরে ওরশ ও বিচার গান অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১১-২৭ ১৪:০৩:৩১

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামে গত ২৬শে নভেম্বর দিনগত রাতে নিকবর  ফকির ও গোলজার খার বাড়ীতে পৃথক ভাবে বাৎসরিক ওরশ ও বিচার গান অনুষ্ঠিত হয়েছে। 

 নিকবর ফকিরের বাড়ীতে ২২৪তম চিশতিয়া নিজামিয়া সাবেরিয়া মাদারী তরিকা হযরত শালাল শাহ্(রঃ আঃ) এর ভক্তবৃন্দের উদ্যোগে বাৎসরিক ওরশ মোবারক ও বিচার গান অনুষ্ঠিত হয়। 

 আয়োজিত অনুষ্ঠানে বিচার গান পরিবেশন করেন- যশোরের নজরুল দেওয়ান ও ফরিদপুরের চন্দ্রা সরকার। 

 এ সময় শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভূঁইয়া, মূলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মুসল্লী, জেলা আওয়ামী লীগের নেতা আব্দুল গফুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বাবু উপস্থিত ছিলেন।

অপরদিকে পাশ^বর্তী গোলজার খানের বাড়ীতে গদ্দিনিশীল পীরে কামেল হযরত মনিরুল ইসলাম চিশ্তী (রঃ আঃ) স্বরণে ১৪১তম বাৎসরিক ওরশ ও বিচার গান অনুষ্ঠিত হয়। 

 বিচার গানে গান পরিবেশন করেন গাজীপুরের রিতা দেওয়ান ও যশোরের তুতা জালাল সরকারের দল। 

 রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, মোঃ আজাদ খান ও সমাজসেবক মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

 বিচার গান শুনতে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক ও ভক্তবৃন্দরা ওরশ শরীফে অংশ গ্রহণ করে। গভীর রাত পর্যন্ত বিচার গান দর্শক শ্রোতারা উপভোগ করেন। 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ