রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ২৭শে নভেম্বর সকালে ব্যাংক এশিয়ার ২৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ব্যাংক এশিয়া, পাংশা শাখা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল সোমবার সকাল ১১টায় ব্যাংক এশিয়া, পাংশা শাখার হেড অফ ব্রাঞ্চ মীর শওকত আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুকুর বিশ্বাস, পারভেজ খান সোহেল ও ফজলে আলী ফারুকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।