রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ২৮শে নভেম্বর সকালে শহীদ খুশি রেলওয়ে ময়দানে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ এর আওতায় অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুবর্ণা রাণী সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা স্বাগত বক্তব্য রাখেন। পরিচালনা করেন সাদমান সাকিব রাফী।
জানা গেছে, রাজবাড়ী জেলার মোট ৫৪জন অটিস্টিক শিশু কয়েকটি বিভাগে ভাগ হয়ে প্রতিযোগিতা অংশ করে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।