ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ী সদরের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান পিয়ালের দায়িত্ব গ্রহণ
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১১-২৯ ১৪:১৭:৩৪

রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস স্বেচ্ছায় পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল।

 গত ২৮শে নভেম্বর ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল বিদায়ী সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইমদাদুল হক বিশ্বাসের নিকট থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

 জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। পরে ২৭শে নভেম্বর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার উপ-সচিব ড. মাসুরা বেগম রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপন জারি করেন। 

 প্রজ্ঞাপন বলা হয়, রাজবাড়ী জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস স্বেচ্ছায় তার নিজ পদ থেকে উপজেলা পরিষদ আইন-১৯৯৮(উপজেলা পরিষদ সংশোধন আইন-২০১১ এর ১২(১) ধারা অনুযায়ী) পদত্যাগ করেছেন। বর্নিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করায় একই আইনের ১২(২) ধারা অনুযায়ী পদত্যাগ পত্র গ্রহণ এবং পদটি শূন্য করে।

 এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

 উল্লেখ্য, ২০১৯ সালের ২৪শে মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে রাজবাড়ী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ রকিবুল হাসান পিয়াল সর্বোচ্চ ৩৭ হাজার ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন। 

 
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ