ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রিটার্নিং কর্মকর্তার কাছে রাজবাড়ী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হকের মনোনয়ন দাখিল
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১১-৩০ ১৫:০১:০৬

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ২৯শে নভেম্বর বিকালে মনোনয়ন ফরম দাখিল করেছেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।

 রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খানের নিকট তিনি মনোনয়ন ফরম দাখিল করেন। 

 জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস গত ২৭শে নভেম্বর স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

 এ বিষয়ে এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস বলেন, রাজবাড়ী-১ আসনের জনগণের ইচ্ছায় আমি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচন করছি। জনগণ আমার সাথে রয়েছে। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ। তাদের ভালোবাসায় আমাকে নির্বাচনে অংশ নিতে অনুপ্রানিত করেছে। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে রাজবাড়ী-১ আসনের নদী ভাঙ্গন, গরীব, দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবো। রাজবাড়ী-১ আসনের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমি আশাবাদী রাজবাড়ী-১ সংসদীয় আসনের মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।

 উল্লেখ্য, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম ওহাব আলী বিশ্বাসের উত্তরসুরী এডঃ ইমদাদুল হক বিশ্বাস উপজেলা পরিষদ প্রতিষ্ঠার পর ১৯৮৫, ১৯৯০ ও ২০০৯ সালের পর পর ৩টি নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর গত ২০১৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চতুর্থবার রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ