ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে মালিক-কর্মচারী মুখোমুখি হচ্ছে ২রা ডিসেম্বর
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১১-৩০ ১৫:০৩:৩৪

 বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন(২০২৪-২০২৬) আগামী ২রা ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনেও মালিক-কর্মচারী পরস্পরের মুখোমুখি হচ্ছে।

 জানা গেছে, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে দুইটি প্যানেলে মোট ১৪জন প্রতিদ্বন্দ্বিতা করবে। এতে মোট ভোটার ১২হাজার ৬২৯জন। এর মধ্যে আজীবন সদস্য ৮৬০জন এবং বার্ষিক সদস্য ১১হাজার ৭৬৯ জন।

 রেডক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার ও মোঃ আবুল কাশেম, সেক্রেটারী পদে শামীমা আক্তার মুনমুন ও মোঃ আকরাম হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে ফকীর আব্দুল জব্বার ও মুনমুন প্যানেলের বিপুল কুমার সরকার, মোঃ মঞ্জুরুল আলম, মলিনা আক্তার, রুমা খাতুন, শাকিল সরদার।

 অপরদিকে কাশেম-আকরাম পরিষদের ইসমত আরা, কামরুল হাসান(সোহেল), মোঃ নজরুল ইসলাম, রিপন বিশ্বাস ও শাহ নেওয়াজ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 ত্রি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আতাহার আলী ও আলমগীর হোসেন।

 জানা গেছে, আগামী ২রা ডিসেম্বর রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন(২০২৪-২০২৬) মেয়াদ অনুষ্ঠিত হবে। 

 বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতু উপস্থিত থাকবেন। 

 উক্ত সাধারণ সভায় সভাপতিত্বে করবেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ।

 বার্ষিক সাধারণ সভা শেষে ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৪-২০২৬) সকাল ১০ হতে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 উল্লেখ্য, এ বারের নির্বাচনে সহ-সভাপতি পদে ফকীর আব্দুল জব্বার ও সেক্রেটারী পদে তার কন্যা শামীমা আক্তার মুনমুন একই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও কাশেম-আকরাম পরিষদের প্যানেলের সহ-সভাপতি প্রার্থী মোঃ আবুল কাশেম, সেক্রেটারী প্রার্থী মোঃ আকরাম হোসেন ও সদস্য প্রার্থী মোঃ নজরুল ইসলামসহ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আরো কয়েকজন আব্দুল জব্বারের প্রতিষ্ঠিত এনজিও কেকেএস-এর সাবেক ও বর্তমান কর্মচারী। ইতিপূর্বে সহ-সভাপতি পদে ফকীর আব্দুল জব্বার ও সেক্রেটারী পদে মোঃ আকরাম হোসেন একই প্যানেল থেকে বিজয়ী হন।   

 সচেতন ভোটারদের মতে, মূলত এবারের নির্বাচন হচ্ছে মালিক-কর্মচারীদের মধ্যে। এ কারণেই রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কোন উত্তাপ নেই।           

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ