দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্রে ২জন মৃত ভোটারের স্বাক্ষর জমা দেওয়ায় ও ৭জন ভোটারের তথ্য সঠিক না পাওয়া যাওয়ায় রাজবাড়ী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশিশ আকবর সুবিরের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান।
তবে এ বিষয়ে আশিশ আকবর সুবির নির্বাচন কমিশন বরাবর আপীল করবেন বলে জানিয়েছেন।
গতকাল ৪ঠা ডিসেম্বর সকাল ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাছাই করে মনোনয়নপত্র বাতিলের বিষয়টি জানান রাজবাড়ীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান।
জানা গেছে, মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী আশিশ আকবর সুবির রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর মর্জির ছেলে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী কর্তৃক ১% সমর্থন সূচক তালিকা হতে নির্বাচন কমিশন কর্তৃক দৈবচয়নের ভিত্তিতে প্রদত্ত ১০জন ভোটারের তথ্য যাচাই-বাছাইয়ে ৭জন ভোটারের সমর্থনের তথ্য সঠিক পাওয়া যায়নি। এর মধ্যে ২জন ভোটারকে মৃত পাওয়া যায়। বাকি অবশিষ্ট ৫জন ভোটার জানান তারা প্রার্থীর পক্ষে স্বাক্ষর তালিকায় স্বাক্ষর বা টিপসই করেননি। এছাড়াও প্রার্থীর ১% সমর্থন সূচক তালিকায় অনেক ভোটারের স্বাক্ষর বা টিপসই পাওয়া যায়নি। তাই ১% ভোটারের তথ্য সঠিকতা না পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী আশিশ আকবর সুবির বলেন, আমি যে তথ্য দিয়েছি তাতে ভূল ছিলো না। আমি এ বিষয়ে নির্বাচন কমিশনে আপীল করবো।
রাজবাড়ীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের বাতিলের কারণ রায়ে উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৫ই ডিসেম্বর থেকে আগামী ৯ই ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপীল করতে পারবেন।