দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩জন প্রবাসীর স্বাক্ষর জমা দেওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়েছে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের।
গতকাল ৪ঠা ডিসেম্বর সকাল ১১টায় রাজবাড়ীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাছাই অনুষ্ঠানে মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য। তার বাড়ী কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী কর্তৃক ১% সমর্থন সূচক তালিকা হতে নির্বাচন কমিশন কর্তৃক দৈবচয়নের ভিত্তিতে প্রদত্ত ১০ জন ভোটারের তথ্য যাচাই-বাছাইয়ে নূরে আলম সিদ্দিকী হকের ৪জন ভোটারের সমর্থনের তথ্য সঠিক পাওয়া যায়নি। তার মধ্যে আখরজানি গ্রামের মালয়েশিয়া অবস্থানকারীর তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়াও তার পরিবার নিশ্চিত করতে পারেননি যে তিনি প্রার্থীতার সমর্থনে স্বাক্ষর বা টিপসই প্রদান করেছেন কি না। অপর ২জনের মধ্যে একজন মালয়েশিয়া ও একজন সৌদি আরব অবস্থান করায় তাদের পরিবার জানান তারা প্রার্থীতার পক্ষে স্বাক্ষর বা টিপসই প্রদান করেননি। এছাড়াও একজন ভোটার বাংলাদেশ পুলিশে চাকুরী করায় সে কর্মসূত্রে গোপালগঞ্জে অবস্থান করছেন। তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান প্রার্থীতার পক্ষে তালিকায় তিনি স্বাক্ষর বা টিপসই প্রদান করেননি। এমতবস্থায় স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের ১শতাংশ ভোটারের সমর্থনে সঠিকতা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বলেন, সম্পূর্ণ অবৈধভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যে অভিযোগ এনে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তা সঠিক নয়। তারা সকালেই স্বাক্ষর দিয়েছে। আমি এ বিষয়ে নির্বাচন কমিশনে আপীল করবো।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের বাতিলের কারণ রায়ে উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৫ই ডিসেম্বর থেকে ৯ই ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপীল করতে পারবেন।