ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক বিশ্বাসের মনোনয়নপত্র বাছাইতে বাতিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১২-০৪ ১৪:০০:৩১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজবাড়ী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এবং সদ্য সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাসের দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রাজবাড়ীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান।

 গতকাল ৪ঠা ডিসেম্বর সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে ইমদাদুল হক বিশ্বাসের মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান।

 জানা গেছে, গত ২৭শে নভেম্বর রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাসের পদত্যাগ পত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এরপর ৩০শে নভেম্বর বিকেল সাড়ে ৩টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

 রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী কর্তৃক ১% সমর্থন সূচক তালিকা হতে নির্বাচন কমিশন কর্তৃক দৈবচয়নের ভিত্তিতে প্রদত্ত ১০জন ভোটারের তথ্য যাচাই-বাছাইয়ে ২জন ভোটারের সমর্থনের তথ্য সঠিক পাওয়া যায়নি। তারা জানান তারা ইমদাদুল হক বিশ্বাসের পক্ষে তালিকায় স্বাক্ষর করেনননি। তাই ১% ভোটারের তথ্য সঠিকতা না পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

 রাজবাড়ীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, স্বতন্ত্র প্রার্থী কতৃক ১% সমর্থন সূচক তালিকা হতে নির্বাচন কমিশন কর্তৃক দৈবচয়নের ভিত্তিতে প্রদত্ত ১০জন ভোটারের তথ্য যাচাইয়ের ভিত্তিতে ২জন ভোটারের তথ্য সঠিক পাওয়া যায় নি। ফলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন যাচাই-বাছাই বিধিমালা ২০১১ এর ৫ বিধি লঙ্ঘিত হয়েছে। পরে আইন অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি নির্বাচন কমিশনে আপীল করতে পারবেন।

 এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক বিশ্বাস বলেন, আমি মনে করি আমার মনোনয়নপত্রটি সম্পূর্ণ অবৈধভাবে বাতিল করা হয়েছে। আমি যে সমর্থন দিয়েছি ৪০৪৪ জনের দেওয়ার কথা সেখানে আমি ৪৩১২ জনের সমর্থিত ব্যক্তির কাগজ দিয়েছি। যারা বিষয়টি তদন্ত করেছে তাদের তদন্তটি সঠিক হয়নি। অথবা তারা আমার সমর্থকের কাছে বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি। আমি যে সমর্থনের তথ্য দিয়েছি সেখানে একটি জায়গায় স্বাক্ষর বাদ নেই, তথ্য গত ভুল নেই। আমি আমার নিজস্ব লোক ও আত্মাীয় স্বজন দিয়ে তথ্য সংগ্রহ করেছি। সবার মোবাইল নম্বর দিয়েছি সেখানে। আমার মনোনয়নপত্রটি অবৈধভাবে বাতিল করা হয়েছে। প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আমি নির্বাচন কমিশন বরাবর আপীল করবো।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ