ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে দুই মাংসের দোকানীকে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১২-০৫ ১৩:৪১:৫৫

রাজবাড়ী শহরের বড় বাজারে গতকাল ৫ই ডিসেম্বর তদারকী অভিযানে দুইটি মাংসের দোকানীকে ৪হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 জানা গেছে, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধ) এ রাজবাড়ী শহরের পৌর মাংস বাজারের ভোলামিয়ার গোস্তের দোকানীকে ২হাজার টাকা ও আমিরুল মাংস ভান্ডারকে ২হাজার টাকা জরিমানা করেছে।

 গতকাল ৫ই ডিসেম্বর প্রেস বিজ্ঞপ্তিতে রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ তথ্য জানান।

 এ সময় তিনি বলেন, রাজবাড়ীর বড় বাজার, মাংস বাজার ও গুড় বাজার এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, মাংস এবং গুড় বিক্রিকারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। 

 

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
রাজবাড়ীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ