ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ী-১ আসনের জাকের পার্টির প্রার্থী আবু বক্কর সিদ্দিকের বার্ষিক আয় সাড়ে ৩লক্ষ টাকা
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১২-০৮ ১৩:৫৫:০৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসন থেকে জাকের পার্টির মনোনীত প্রার্থী হয়ে অংশগ্রহণ করার জন্য রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্রের সাথে হলফনামা জমা দিয়েছেন মোঃ আবু বক্কর সিদ্দিক।

 রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হলফনামা সূত্রে জানা গেছে, মোঃ আবু বক্কর সিদ্দিক পেশায় বেসরকারী চাকুরীজীবী। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি উল্লেখ করেছেন বি.এ পাশ। তার বার্ষিক আয় ৩ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে কৃষিখাতে আয় ৫০ হাজার টাকা ও চাকুরী থেকে আয় ৩ লাখ টাকা উল্লেখ করেছেন।

 হলফনামায় তার অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ রয়েছে ১১ লাখ ৩৭ হাজার ১০০ টাকা। এর মধ্যে তার হাতে নগদ টাকা রয়েছে ২১০০ টাকা, ১০ ভরি স্বর্ণ যার মূল্য ১০ লাখ টাকা, টিভি,ফ্রিজ ৬০ হাজার টাকা ও আসবাবপত্র ৭৫ হাজার টাকা। তার স্ত্রীর নামে কোন অস্থাবর সম্পদ নেই।

 এছাড়াও হলফনামায় তার স্থাবর সম্পদের মধ্যে যৌথ মালিকানায় রয়েছে ১ একর কৃষি জমি ও ১টি টিনের ঘর। হলফনামায় তার নামে কোন দায়দেনা ও মামলা মোকদ্দমা নেই।

 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ