দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক বিশ্বাস বলেছেন, জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে যদি ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে এবং নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো।
গতকাল ১২ই ডিসেম্বর বিকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেছেন।
স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক বিশ্বাস বলেন, রাজবাড়ী জেলা পদ্মা বিধৌত জেলা। রাজবাড়ী সদর ও গোয়ালন্দের মানুষ প্রতি বছরই পদ্মার ভাঙনে গৃহহারা হচ্ছে। এ পর্যন্ত রাজবাড়ী ও গোয়ালন্দের প্রায় ১০/১৫ হাজার মানুষ ভাঙনের শিকার ও তারা গৃহহারা হয়েছে। তারা ইতিমধ্যে মানিকগঞ্জ, ফরিদপুর, পাবনা ও কুষ্টিয়ায় বসবাস করছে। এই যে মানুষগুলো ভাসমান অবস্থায় ঘুরছে এটার প্রতিকারের জন্য এদেরকে পুনর্বাসনের জন্য বিগত যারা দায়িত্বে ছিলেন, এমপি ছিলেন তারা কোন উদ্যোগ গ্রহণ করেননি, পুনর্বাসিত করেননি। এ বিষয়টি আমার কাছে অনেক খারাপ লেগেছে, আমার এলাকার মানুষ অন্য এলাকায় ভাসমান অবস্থায় থাকবে।
ইমদাদুল হক বিশ্বাস আরো বলেন, আজকে ২৫টি বছর যিনি আমাদের এখানে এমপি হিসেবে দায়িত্বে পালন করছেন তিনি এ পর্যন্ত কর্মসংস্থানের জন্য একটি ইপিজেড করতে পারেননি। একটি ইপিজেড তৈরি করতে পারলে তিনি আমাদের এলাকার ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারতেন। কিন্ত ২৫ বছরে তিনি এই আলোর মুখ এ অঞ্চলের মানুষকে দেখাতে পারেননি। উপরন্তু পদ্মা সেতু যে দিন উদ্বোধন হলো তারপর থেকে দৌলতদিয়া ঘাটের প্রায় ৪/৫ হাজার শ্রমিক বেকার হয়ে যায়। আমাদের এমপি যদি দূরদৃষ্টি সম্পূর্ণ হতো তাহলে তিনি তারপরের দিনই মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনার রেশন কার্ড এ বেকার ৪/৫ হাজার বেকার মানুষের হাতে তুলে দিতে পারতেন। কিন্তু ওনার মাথার ভিতরে এ বিষয়টি কাজ করেনি। একজন জনপ্রতিনিধি যিনি পার্লামেন্টে কথা বলবেন তিনি এলাকার মানুষের জন্য কথা বলবেন, রাষ্ট্রের বিভিন্ন আইন প্রণয়ন করবেন। কিন্তু আমি মনে করি তিনি আজ পর্যন্ত পার্লামেন্টে তিনি কোন গুরুত্বপূর্ণ কোন বিল উপস্থাপন করতে পারেননি এবং এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তিনি পার্লামেন্টে কোন কথা বলতে পারেননি।
আমরা বিশ্বাস করি আগামীতে এই গতানুগতিক ধারা পরিবর্তন করে নতুন একটি স্রোত, নতুন একটি ধারা দিয়ে রাজবাড়ী ও গোয়ালন্দবাসীর জীবনের মানোন্নয়নসহ এলাকার উন্নয়নের জন্য সচেষ্ট থাকবো। আমি কথা দিতে পারি এখানে জণগণ যদি স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতে পারে তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো।
জানা গেছে, ইমদাদুল হক বিশ্বাস রাজবাড়ী সদর উপজেলার চার বার নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অংশ নিতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে গত ২৭শে নভেম্বর পদত্যাগ করেন। পরবর্তী তিনি গত ৩০শে নভেম্বর জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে গত ৪ঠা ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ১শতাংশ ভোটারের জমাকৃত স্বাক্ষরের ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান। এ প্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনে আপীল করলে নির্বাচন কমিশন শুনানী শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।