ঘন কুয়াশার কারণে রাজবাড়ী জেলার দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে গত ১১ই ডিসেম্বর দিনগত রাত ১২টা থেকে দীর্ঘ ৬ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকে।
এতে তীব্র শীতে দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাক ও চালকদের ব্যাপক দুর্ভোগ দেখা দেয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে গতকাল ১২ই ডিসেম্বর সকাল ৬টায় পুনরায় নৌরুটে ফেরী চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান জানান, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীতে নৌ দুর্ঘটনা এড়াতে গত সোমবার দিনগত রাত ১২টায় নৌরুটে ফেরী চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ। এ সময় পদ্মা নদীর মাঝামাঝি ডুবো চরে বনলতা নামক একটি ফেরী যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়ে।
দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পদ্মায় ঘন কুয়াশার কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া ঘাট এলাকায় শাহ পরান, বরকত, রজনী ও হাসনা হেনা নামের ফেরী নোঙর করে রাখা হয়। অপর প্রান্তে পাটুয়ারিয়া ঘাট এলাকায় মাওলা, এনায়েতপুরী, খানজাহান আলী, কেরামত আলী, মাধবী, ফরিদপুর ও হামিদুর নামের ফেরী নোঙর করে রাখা হয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া ৩নম্বর ফেরী ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ২কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ গাড়ীগুলো নদী পাড়ের অপেক্ষায় সিরিয়ালে দাড়িয়ে রয়েছে। নৌরুটে সকাল ৬টা থেকে নৌরুটে ফেরী চালু হাওয়ার পর দৌলতদিয়া ঘাট প্রান্তের ৩, ৪ ও ৭ নম্বর ফেরী ঘাট দিয়ে পর্যায়ক্রমে গাড়ীগুলো ফেরীতে উঠে নদী পাড় হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান আরো বলেন, ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচলে অসুবিধা দেখা দিলে দুর্ঘটনা এড়াতে গত রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ থাকে। এ নৌরুটে ছোট বড় মোট ১৫টি ফেরীতে ৩টি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।