রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে কাজীবাধা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক স্ট্রোক জনিত কারণে দীর্ঘ ২বছর যাবৎ শয্যাশায়ী রয়েছেন। গত ১২ই ডিসেম্বর দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ডাঃ কামরুল হাসান লালী তার বাড়ীতে গিয়ে এয়ার মেট্রিক্স(বাতাস তোষক) উপহার দিয়েছেন। বাতাস তোষক পেয়ে খুশি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। এ সময় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের অবসর প্রাপ্ত কর্মচারী ।