‘স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ক্রীড়াঙ্গন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল ১৩ই ডিসেম্বর সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে এসে শেষ হয়।
র্যালীতে রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, মোঃ গোলাম মওলা, মোঃ আরিফ চৌধুরী টিটো, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, খলিলুর রহমান, অসিত কুমার সাহা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগরসহ ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও খেলোয়াড়রা অংশগ্রহণ করে।
র্যালী শেষে সফিকুল ইসলাম সফি বলেন, আমরা সকলের উদ্দেশ্যে আহবান জানাই, আপনাদের ছেলে-মেয়েদেরকে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ক্রীড়াঙ্গন গঠন করার লক্ষ্যে ক্রীড়াঙ্গনে পাঠান। স্বাস্থ্যকে সুরক্ষা করার জন্য ক্রীড়া ছাড়া অন্য কোন উপায় নেই। প্রধানমন্ত্রীর ঘোষণা ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন’ বাস্তবায়নের লক্ষ্যে আমরা সকলে কাজ করবো।