ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী-২ আসনে মুক্তিজোটের ছড়ি মার্কা প্রার্থীর নির্বাচনী সভা
  • কালুখালী প্রতিনিধি
  • ২০২৩-১২-২০ ১৪:০৯:০৭

কালুখালী উপজেলার বাংলাদেশ হাট ঈদগাহ ময়দানে গতকাল ২০শে ডিসেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২(পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) সংসদীয় আসনে মুক্তিজোটের মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

 নির্বাচনী সভায় ছড়ি(লাঠী) মার্কার প্রার্থী আব্দুল মালেক মন্ডল উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তনের পক্ষে সব সময় থাকে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই এলাকার ব্যাপক উন্নয়ন করবো। মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠায় মুক্তির কান্ডারী হিসেবে কাজ করবো। যারা বেকার কোনো কাজকর্ম নেই, তাদেরকে কর্মসংস্থানের জন্য সহযোগিতা করা হবে। আগামী ৭ তারিখে যার যার ভোট কেন্দ্রে গিয়ে ছড়ি(লাঠী) মার্কায় ভোট দিবেন। 

 আলোচনা শেষে বাংলাদেশ হাট ঈদগাহ ময়দান সংলগ্ন কবরস্থানসহ আশপাশের সকল মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ শহিদুল্লাহ। 

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ