ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
রাজবাড়ীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৩-১২-২০ ১৪:১২:২৯

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখা ও রাজবাড়ী পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ গতকাল ২০শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।

 রাজবাড়ী শহরের পৌর নিউ মার্কেটের ২য় তলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখা কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। 

 রাজবাড়ী সদর উপজেলা শাখার আহবায়ক সুজিত নন্দী’র সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহবায়ক নির্মল কুমার চক্রবর্তী। 

 আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত বক্তব্য রাখেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে রাজবাড়ী জেলা সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক স্বপন কুমার দাস বক্তব্য রাখেন। 

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জাতীয় কমিটির সদস্য অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব রাম গোপাল চ্যাটার্জী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা কমিটির সদস্য সচিব ডাঃ সমীর কুমার দাস, জেলা কমিটির সদস্য ভজো গোবিন্দ দে, নিতিশ মন্ডল, সুব্রত দে বাদল উপস্থিত ছিলেন। 

 এ সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ অখিল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা উপেন্দ্রনাথ রায়, পৌর কমিটির আহবায়ক এডঃ গৌতম বসু, পৌর কমিটির সদস্য সচিব তন্ময় দাস, পরিমল মন্ডল প্রমূখ।

 প্রধান অতিথি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত সম্মেলনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি শক্তিশালী সংগঠন উক্ত সংগঠনকে আরো শক্তিশালী করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। 

 এ সময় রাজবাড়ী জেলা আহবায়ক নির্মল কুমার চক্রবর্তী তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা সু-সংগঠিত না থাকি, তাহলে আমরা সম অধিকার থেকে বঞ্চিত হবো।

 অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সম্মেলনের প্রধান অতিথি রাজবাড়ী সদর উপজেলার সভাপতি সুজিত নন্দী ও সুব্রত দে বাদলকে সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী পৌর শাখার সভাপতি এডঃ গৌতম বসু ও তন্ময় দাসকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

 
রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ