ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৭ ঘন্টা পর ফেরী চলাচল শুরু
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১২-২৪ ১৪:২০:০১

ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দীর্ঘ ৭ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকার পর পুনরায় চলাচল স্বাভাবিক হয়েছে। 

 গতকাল ২৪শে ডিসেম্বর ভোররাত ৪টা ২০মিনিটের  দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরী ও লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল ১০টা ৪০মিনিটের দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক করা হয়। তবে দীর্ঘ সময় ফেরী বন্ধ থাকায় ঘাটে আটকা পড়ে কয়েকশত যানবাহন, দুর্ভোগে পড়ে যানবাহনের যাত্রী ও চালকরা।

 বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম জানান, রাতে নৌরুটে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে গত শনিবার দিনগত ভোররাত ৪টা ২০ মিনিটে থেকে রবিবার সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। টানা ৭ঘন্টা বন্ধ থাকার পর ফেরী চলাচল স্বাভাবিক হয়। এ নৌপথে ছোট-বড় ১১টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দীর্ঘ ৭ ঘন্টা ফেরী বন্ধ থাকায় ঘাট প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়েছে।

 

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ