ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দিতে স্কাউটস সদস্যদের মধ্যে ১০০টি গাছের চারা বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৯-২৮ ১৪:০৬:৩৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা স্কাউটসের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস ও কাব স্কাউটস সদস্যদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী(মুজিব বর্ষ) উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্কাউটসের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস ও কাব স্কাউটস সদস্যদের মধ্যে ১০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
  গতকাল ২৮শে সেপ্টেম্বর বিকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু মুর‌্যাল এই গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা স্কাউটসের সাধারণ  সম্পাদক অখিল কুমার কুন্ডুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ