ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
বালিয়াকান্দিতে হাইকোর্টের নির্দেশে আরএন্ডবি ইটভাটা বন্ধ॥মুচলেকা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-১২-২৭ ১৪:২২:০৪

 হাইকোর্টে রিট পিটিশনের প্রেক্ষিতে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স বিহীনভাবে পরিচালিত বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকায় অবস্থিত মেসার্স আরএন্ডবি(রাবেয়া ব্রিকস) নামক অবৈধ ইটভাটায় গতকাল ২৭শে ডিসেম্বর দুপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। 

 মোবাইল কোর্ট পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসান। 

 এ সময় পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ, পরিদর্শক মোঃ টিপু সুলতান ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে বালিয়াকান্দি থানার একদল পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। 

 জানা গেছে, এ অভিযানে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ করে ইটভাটা না চালানোর জন্য মুচলেকা গ্রহণ করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা পানি নিক্ষেপ করে ভাটার আগুন বন্ধ করেন।

 এ ব্যাপারে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান বলেন, কৃষি জমিতে অবৈধভাবে ইটভাটা স্থাপন করে ইট প্রস্তত করে আসছিলো ইটভাটা মালিকপক্ষ। ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য নবু শেখ হাইকোর্টে রিট করে। এ প্রেক্ষিতে হাইকোর্ট ইট ভাটার কার্যক্রম বন্ধের আদেশ প্রদান করে।

 
রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ