ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের ৪র্থ বর্ষে পদার্পনে শীতবস্ত্র বিতরণ
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১২-২৮ ১৪:১২:২১

 রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে গতকাল ২৮শে ডিসেম্বর বিকালে ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থবর্ষে পদার্পন উপলক্ষ্যে আলোচনা সভা, শীত বস্ত্র ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। 

 প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে বিকেলে পুরস্কার বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন। 

 সোনাকান্দ ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি হুমাইয়া আক্তার রিনথী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম, সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের উপদেষ্টা ফারহানা জাহান মিনিসহ ও সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ