ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
ব্যাডমিন্টন খেলতে গিয়ে গোয়ালন্দ ঘাট থানায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১২-৩১ ১৫:৪৩:০৭

॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ মনিরুজ্জামান মুন্সি নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

 গতকাল ৩১শে ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানায় এ ঘটনা ঘটে।

 মোঃ মনিরুজ্জামান মুন্সী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের হাসমত আলী মুন্সীর ছেলে। সে গোয়ালন্দ ঘাট থানায় পুলিশের উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলো।

 রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ বলেন, মোঃ মনিরুজ্জামান মুন্সী গোয়ালন্দ ঘাট থানায় ডিএসবিতে কর্মরত ছিলে। আজ রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানায় ব্যাডমিন্টন খেলার সময় সে হৃদরোগে আক্রান্ত হয়। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ