ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
রাজবাড়ী-২ আসনের বিভিন্ন ইউপিতে নৌকার প্রার্থী জিল্লুল হাকিমের পথসভা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০১-০৩ ১৬:০৫:০৬

 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বিভিন্ন ইউনিয়নে নৌকায় ভোট চেয়ে পথসভা করছেন।

 পথসভার পাশাপাশি নৌকার পক্ষে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় গতকাল ৩রা জানুয়ারী পাংশা উপজেলার হাবাসপুর ও মৌরাট ইউনিয়নে পৃথক পথসভায় করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

 হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম মন্ডলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেন, জনগণের ভোটে ক্ষমতার পরিবর্তন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ভালোবাসেন। তিনি সব সময় জনগণের কল্যাণের কথা ভাবেন। তাই দেশের জনগণ সরকার গঠনের জন্য আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করে।

 আগামী ৭ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমূখর পরিবেশে নৌকায় ৯০ ভাগ ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি। বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

 পথসভায় বিশেষ অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের আইন সম্পাদক এডভোকেট আফরোজা শাহানাজ পারভীন হীরা, আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন, ব্যারিস্টার মেহেদী হাসান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ফটিক বক্তব্য রাখেন।

 অন্যান্যর মধ্যে আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী (চাঁদ খান), মকছেদ আলী, বিল্লাল হোসেন মেম্বার ও ছাত্রলীগ নেতা জহুরুল হক সবুজ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন মোঃ মিজানুর রহমান।

  পথসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম(নৌকা) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় নেতা নুরে আলম সিদ্দিকী হক(ঈগল), তৃণমূল বিএনপি প্রার্থী এস.এম ফজলুল হক(সোনালী আঁশ), জাসদ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মতিন মিয়া (মশাল), জাতীয় পার্টি প্রার্থী এডভোকেট মোঃ শফিউল আজম খান(লাঙ্গল) ও মুক্তিজোট মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মালেক মন্ডল ছড়ি(লাঠি) প্রতীক নিয়ে মাঠে নির্বাচনী গণসংযোগ, প্রচার-প্রচারণা ও পথসভা করছেন।

 এদের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ৪বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি। এলাকায় তার শক্ত অবস্থান রয়েছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে মশাল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এ নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী ৪জন প্রার্থী নতুন মুখ।

 নির্বাচনী প্রচার-প্রচারণায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এগিয়ে রয়েছেন। শক্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের বিজয় প্রায় নিশ্চিত বলে প্রচার-প্রচারণায় শতভাগ আশাবাদ ব্যক্ত করছেন দলীয় নেতাকর্মীরা। 

 
ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ