দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে গতকাল ৬ই জানুয়ারী সকাল ১০টায় রাজবাড়ী-২ আসনের কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
এ সময় রাজবাড়ী-২ আসনের নির্বাচনী এলাকা কালুখালী উপজেলাতে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনের দায়িত্ব বিষয়ক ব্রিফিংয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মুকিদ সরকার বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, নির্বাচনে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে কেউ অবহেলা করতে পারবেন না। নির্বাচনী এলাকায় কোন প্রকার বিশৃঙ্খলা ঘটলে সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও টহল বাহিনীকে খবর দিতে হবে। বিশেষ করে ভোট গ্রহণ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যা যা করা দরকার সেটা সবাই পালন করবেন। কোন অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লা আল মামুন, কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মুনির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।