ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
পাংশা উপজেলায় ভোট কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম॥আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০১-০৬ ১৩:৫৯:৫০

আজ ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও রাজবাড়ী-২ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য গতকাল ৬ই জানুয়ারী উপজেলার সকল ভোট কেন্দ্রে নির্বাচন সরঞ্জাম পৌঁছেছে। সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে ভোট কেন্দ্রে গেছেন।

 এছাড়া গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর থেকে আইন-শৃঙ্খলা বাহিনী যৌথ মহড়া বের করে উপজেলার বিভিন্ন সড়কে টহল কার্যক্রম জোরদার করে।

 নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি), পুলিশ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যৌথভাবে মহড়ায় অংশগ্রহণ করে।

 জানা যায়, পাংশা উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২১০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৩৯১ জন। মহিলা ভোটার ১ লাখ ৪ হাজার ৮১৭ জন। হিজড়া ভোটার ২ জন। মহিলার চেয়ে পুরুষ ভোটার ৩ হাজার ৫৭৪ জন বেশি।

 সূত্র মতে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসনিক পদক্ষেপ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর মহড়া ও টহল কার্যক্রম জোরদারকরণের ফলে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।

 
পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ