ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে ৭৫টি ভোট কেন্দ্রে ঈগল বিপুল ভোটে পরাজিত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০১-০৭ ১৫:১৩:০৯

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ৭ই জানুয়ারী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

 সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নৌকা প্রতীক বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছে।

 পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ৭৫টি ভোট কেন্দ্রের প্রত্যেকটিতে নৌকা প্রতীক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। বিপুল ভোটের ব্যবধানে নৌকা জয়লাভ করায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

 জানা যায়, পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ৭৫টি। ভোটার সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২১০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৩৯১ জন। মহিলা ভোটার ১ লাখ ৪ হাজার ৮১৭ জন। হিজড়া ভোটার ২ জন। মহিলার চেয়ে পুরুষ ভোটার ৩ হাজার ৫৭৪ জন বেশি।

 নির্বাচনে পাংশা পৌরসভাসহ ১০টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম নৌকা প্রতীকে ১ লাখ ১৪ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের নেতা নুরে আলম সিদ্দিকী হক(ঈগল) প্রতীকে মাত্র ৬ হাজার ৪ ভোট পেয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী জাসদের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া(মশাল) প্রতীকে ১ হাজার ৯৫২ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মোঃ শফিউল আজম খান(লাঙ্গল) প্রতীকে ১হাজার ৮৬ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী এসএম ফজলুল হক(সোনালী আঁশ) প্রতীকে ৪০৭ ভোট ও  বাংলাদেশ  সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মালেক মন্ডল(ছড়ি) প্রতীকে ৩২৭ ভোট পেয়েছেন। মোট ১ লাখ ২৭ হাজার ৪১৩ জন ভোটার ভাটাধিকার প্রয়োগ করেছেন। মোট বৈধ ভোট ১ লাখ ২৪ হাজার ৬৯৩ ভোট। বাতিল ভোট ২ হাজার ৭২০ ভোট পাংশা উপজেলায় ঈগল থেকে ১ লাখ ৮ হাজার ৯১৩ ভোটের ব্যবধানে নৌকা প্রতীক জয়ী হয়েছে।

 বিপুল ভোটের ব্যবধানে পঞ্চমবারের মতো রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রাতেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে ফুলেল শুভেচ্ছা জানায়।

 উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল রবিবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতে মরহুম পিতা-মাতার কবর জিয়ারত এবং পাংশা পুরাতন বাজারস্থ শাহজুঁই (রঃ)’র মাজার জিয়ারত শেষে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ভোট প্রদান করেন। পরবর্তীতে তিনি নির্বাচনী আসনের পাংশা, বলিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ভোটকেন্দ্র পর্যবেক্ষণে তিনি সন্তোষ প্রকাশ করেন।

 
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ