ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
দৌলতদিয়ায় সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত
  • আবুল হোসেন
  • ২০২৪-০১-০৯ ১৩:৫৯:১২

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গতকাল ৯ই জানুয়ারী বেলা ১২টায় মুক্তি মহিলা সমিতির আয়োজনে সংগঠনের হলরুমে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

 তেরে দেস হোমস(টিডিএইচ) সহায়তায় আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম।

 সভায় গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির উপদেষ্টা মোঃ রুহুল আমিন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার দাস, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য চম্পা বেগম, টিডিএইচ’র গবেষনা সহকারী মোঃ আব্দুর রশিদ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখ, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু,   দৌলতদিয়া চাইল্ড ক্লাবের চেয়ারম্যান জয় হোসেন ও সেক্রেটারী রজনী আক্তার উপস্থিত ছিলেন।

 জানা গেছে, সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি দৌলতদিয়া যৌনপল্লী ও পাশ্ববর্তী এলাকার শিশুদের সুরক্ষা, পাচার প্রতিরোধ, বাল্য বিবাহ বন্ধ, শিশু পতিতা বৃত্তি বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে। ২০১১ সাল হতে অদ্যবধি এ কমিটি ২১৫জন কন্যা শিশুকে যৌনপল্লীতে বিক্রি হওয়া থেকে উদ্ধার, ৩৫জন শিশুকে বাল্য বিয়ে হতে রক্ষা এবং ২৫ জন শিশুকে সহিংসতা হতে রক্ষা করেছে।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ