ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
শীতের ভরা মৌসুমে রাজবাড়ীর হাট-বাজারে চড়া সবজির দাম
  • সুজন বিষ্ণু
  • ২০২৪-০১-০৯ ১৪:০২:৩৫

রাজবাড়ী সদর উপজেলা প্রতিটি হাট-বাজারে উঠেছে প্রচুর পরিমাণে শীতের সবজি। কিন্তু শীতের ভরা মৌসুমেও সবজি কিনতে গিয়ে বিপাকে পড়ছে সাধারণ ক্রেতারা।

 গতকাল ৮ই জানুয়ারী বিকালে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে গিয়ে চড়া দামে সবজি বিক্রি করতে দেখা যায়। শীতের সবজিসহ অন্যান্য সবজিও বাড়তি দামে বিক্রি হচ্ছে। 

 বানিবহ বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি সবজির দোকানে আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে, মরিচ ১০০টাকা কেজি, টমেটো ৪০টাকা কেজি, সিম ৮০টাকা কেজি, বেগুন ৬০টাকা কেজি, লাউ ৮০/১০০টাকা পিস, করলা ৮০টাকা কেজি, ফুল কপি ৬০টাকা কেজি, বাঁধাকপি ৩০টাকা কেজি, শসা ৪০টাকা কেজি, মিষ্টি কুমড়া ৫০টাকা কেজি, পেঁয়াজ ফুল ৩০ টাকা কেজি, গাঁজর ৪০টাকা কেজি, পেঁয়াজ ৮০টাকা কেজি (নতুন), রসুন ২৮০ টাকা কেজি, আদা ২০০ টাকা কেজি, লেবু ১৫ টাকা(৪পিছ)।

 কাচা বাজার কিনতে আসা মোঃ আলামিন সরদার বলেন, একটি মাঝারি লাউ ৬০টাকা বলেছি কিন্তু দোকানদার বিক্রি করলো না, পরে ৮০ টাকায় তা কিনতে হলো। কিন্তু এই শীতকালে পূর্বের বছরগুলো সবজির দাম ছিলো এর অর্ধেক। প্রতিটি রান্নায় আলু অপরিহার্য। যে কোন রান্নায় আলু ব্যবহার করা হয়। কিন্তু আমার এই ৪০ বছর বয়সের মধ্যে এই প্রথম দেখলাম প্রতি কেজি আলু ৬০টাকা। মানুষ কী খেয়ে বাঁচবে। প্রতিটা সবজির দাম বেশি। গত সপ্তাহেও প্রতি কেজি আলু ৫০টাকা দিয়ে কিনেছি কিন্তু আজ ১০টা বৃদ্ধি পেয়েছে। এমন হলে সংসার চালানো কষ্টকর। 

 বাজারের একাধিক দোকানী মোঃ কাদের মিয়া জানান, গত সপ্তাহ থেকে আজ আলুর দাম কেজি প্রতি ১০টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্রতিটা সবজির দাম বৃদ্ধি গত সপ্তাহ থেকে। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বলেন, আমদানির উপর সব কিছুই নির্ভর করে। গত সপ্তাহ থেকে আজ প্রতিটা সবজির আমদানি কম। একারণে বৃদ্ধি পেয়েছে সব সবজির দাম। হয়তো কিছুদিন গেলে এমন দাম থাকবে না।

 

যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার
 রাজবাড়ীতে ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও সড়কে দুর্ঘটনা রোধকল্পে মোবাইল কোর্টের তৎপরতা
রাজবাড়ীর পুলিশ সুপারের উদ্যোগে লাশ পরিবহনে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু
সর্বশেষ সংবাদ